হে ধর্ষক

হে ধর্ষক
মোঃ তাসনীম আলম
আমি যখন খুলি সকালের খবরের কাগজ
দেখি যখন দুপুরের টিভি নিউজ
আর সারাদিনের সামাজিক যোগাযোগ
মাধ্যমের নিউজ ফিড
আমি এই খবর দেখে লজ্জিত হই
পুরুষের দ্বারা ধর্ষিত হয়েছে আমারি
এক বোন।
হে ধর্ষক,আমার প্রশ্ন তোমার কাছে
কি করে পারলে করতে এটা তুমি
তোমারত জন্ম হয়েছে হতে কোন নারী।
হে ধর্ষক,আমার মনে হয় হয়নি তোমার
জন্ম কোন জঠর নারীর
শয়তানের স্ফুলিঙ্গ থেকে হয়েছে জন্ম
তোমার।
২৬শে এপ্রিল ২০১৮
হাতিরঝীল,রামপুরা,ঢাকা।
No comments