Header Ads

Header ADS

হে ধর্ষক

Related image
হে ধর্ষক
মোঃ তাসনীম আলম
আমি যখন খুলি সকালের খবরের কাগজ
দেখি যখন দুপুরের টিভি নিউজ
আর সারাদিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের নিউজ ফিড
আমি এই খবর দেখে লজ্জিত হই
পুরুষের দ্বারা ধর্ষিত হয়েছে আমারি এক বোন।

হে ধর্ষক,আমার প্রশ্ন তোমার কাছে
কি করে পারলে করতে এটা তুমি
তোমারত জন্ম হয়েছে হতে কোন নারী।

হে ধর্ষক,আমার মনে হয় হয়নি তোমার জন্ম কোন জঠর নারীর
শয়তানের স্ফুলিঙ্গ থেকে হয়েছে জন্ম তোমার।   

২৬শে এপ্রিল ২০১৮
হাতিরঝীল,রামপুরা,ঢাকা। 

No comments

Total Pageviews

Powered by Blogger.