Header Ads

Header ADS

আবার যুদ্ধ

আবার যুদ্ধ
মোঃতাসনীম আলম ফাহিম

আর কত লাশ চাও
আর কত রক্ত
যত লাগে দেবো তোমায়
পেয়োনাকো ভয় হে দেশমাতা।
তোমার কাছে চাওয়া একটাই
ফিরিয়ে দাও আবার স্বাধীনতা।

শুনেছি একাত্তরে দেশটা নাকি
হয়েছিল স্বাধীন।
তবে এদেশের ছাত্র-জনতা
কেন আজ পরাধীন?

স্বাধীন দেশে কেন আজ
চাইতে গেলে অধিকার
সরকারী বাহিনী আর দলীয় কর্মীরা
কেন করছে আজ অত্যাচার?

আবার নামতে হবে  যুদ্ধে এবার

রুখতে হবে সকল অন্যায় অনাচার। 

No comments

Total Pageviews

Powered by Blogger.