আবার যুদ্ধ
আবার যুদ্ধ
মোঃতাসনীম আলম ফাহিম
আর কত লাশ চাও
আর কত রক্ত
যত লাগে দেবো তোমায়
পেয়োনাকো ভয় হে দেশমাতা।
তোমার কাছে চাওয়া একটাই
ফিরিয়ে দাও আবার স্বাধীনতা।
শুনেছি একাত্তরে দেশটা নাকি
হয়েছিল স্বাধীন।
তবে এদেশের ছাত্র-জনতা
কেন আজ পরাধীন?
স্বাধীন দেশে কেন আজ
চাইতে গেলে অধিকার
সরকারী বাহিনী আর দলীয় কর্মীরা
কেন করছে আজ অত্যাচার?
আবার নামতে হবে যুদ্ধে এবার
রুখতে হবে সকল অন্যায় অনাচার।

No comments