পেতে চাই জান্নাত
পেতে চাই জান্নাত
......................................................
খোঁদা তুমি রহিম রহমান
অতি দয়াবান
তোমার কাছে দুহাত তোলে
করি মোনাজাত।
খোঁদা তোমার পথে ঈমান নিয়ে মরণ আমায় দিয়ো
তোমার ঈমান ছাড়া মরণ হলে
তোমার জাহান্নামের আগুন আমি পারবোনা সইতে।
আমি পেতে চাই তোমার জান্নাত
অফুরান নেয়ামাত।
আমি তোমার পথে করতে চাই
আমার এ জীবন দান
আর পেতে চাই তোমার
চিরসুখের সেই জান্নাত।
মোঃতাসনীম আলম
১০ই জানুয়ারি ২০১৮।
No comments