Header Ads

Header ADS

একটুকু আশ্রয় চাই মোঃতাসনীম আলম


একটুকু আশ্রয় চাই
মোঃতাসনীম আলম

নাফ নদীর উপারে আমার বাড়িঘর সবই ছিল
ছিল ফসলের জমি
বাবা-মা ভাই-বোন সবই ছিল
কিন্তু আজ শুধুই একা আমি।

বিশেষ কাপড়ে জড়ানো একদল লোক
হঠাত এসে উপস্থিত আমার বাড়িতে,
হাতে গোলাবারুদ,মেশিনগান।
ওরা এসে প্রথমে আমার বাবাকে হত্যা করল
আমার সামনে,
মা আর বোনকে ক্রমাগত ধর্ষণ করল
আমার শিশু ভাইটিকে ছুঁড়ে মারল,
দাউ দাউ করে জ্বলে উঠা আগুনে
আর পুড়িয়ে নিশ্চিহ্ন করে দিল সমস্ত বসতি।

আর আমি,
নাফ নদী পার হয়ে এসেছি বাংলাদেশে
আমি মানুষ,আমি রোহিঙ্গা
আমি একটুকু আশ্রয় চাই।


Want a shelter
Md.Tasnim Alam

All of my houses were on the Naf river
Was the crop land
Parents were all brothers and sisters
But today I only

A group of people wearing special clothes
Hand ammunition, machine gun
They came and killed my father first
In front of me
Mother and sister were constantly raped
My child threw Vaiti,
Dawah burns in the fire
And all the settlements were destroyed by burning

and me,
Bangladesh has crossed the Naf river
I am human, I am Rohingya
I just want one shelter.

No comments

Total Pageviews

Powered by Blogger.