ইসলামী সংস্কৃতি প্রেমিক একদল ছাত্রের সংগঠন "প্রবাহ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। বিশ্বনন্দিত মহান বাঙ্গালী কবি শ্রদ্ধেয় আল মাহমুদের বাছাইকৃত কিছু কবিতা নিয়ে প্রবাহের সাড়াজাগানো পরিবেশনাঃ উন্মিলিত ধ্বনির প্রোটন। কবিতাগুলোতে উঠে এসেছে প্রচলিত সমাজ ব্যবস্থার অসংগতি, ইসলামী সমাজ ব্যবস্থার প্রয়োজনীয়তা, আধ্যাত্নিকতা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ অনেকগুলা বিষয়। সাথে সাথে যারা বলে "অশ্লীলতা ছাড়া সাহিত্য সংস্কৃতি হয় না' তাদের জন্য জন্য কবি আল মাহমূদ ও তার কবিতা জীবন্ত এক ওপেন চ্যালেন্জ....। ঢাকা বিশ্ববিদ্যালয়কে কবি আল মাহমুদ ডাকাতদের গ্রাম বলেছে
No comments